একটু সচেতনতা রক্ষা করতে পারে আপনার ও আপনার শিশুর জীবন !!! একটি সমাজসেবা মূলক ব্লগ ।

Sep 28, 2014

আসুন আজ জেনে নিই নিম পাতার গুণাগুণ গুলি !!

 
নিমের কোন অংশ কীভাবে উপকারী তা আমরা অনেকেই জানি। কিন্তু তার পরও আবার মনে করিয়ে দেওয়ার জন্য এই পোষ্টটি................

পাতা – এর উপকারের কি শেষ আছে? হাম বা চিকেন পক্স হলে নিম পাতাওয়ালা ডাল গায়ে বোলান৷ আরাম পাবেন৷ মরবে সুপারইমপোজড ব্যাকটেরিয়াও৷ নিম পাতা বিছানায়, জামাকাপড়ে রাখুন৷ পোকামাকড় ও ছত্রাক মরবে৷ ছত্রাক কী?  আমাদের গরম দেশে ছত্রাক সংক্রমনের ফলে হয় অ্যাথরিটস ফুট, দাদ, হাজা, ছুলি, মুখে ঘা গেডুনিন আর নিমবিউল৷ নিম অসাধারণ যৌগ ছত্রাকনাশক৷নিম পাতা পুড়িয়ে ধোঁয়া তৈরি করুন৷ ঘরের হাওয়া নির্মল হবে, রোগজীবাণু মরবে৷

-          পেটে কৃমি হয়েছে? বা চামড়ার পরজীবীরা বাসা বেঁধেছে? উকুন বা স্কেবিজ? নিম পাতার জলীয় নির্যাস এদের নষ্ট করবেই৷ ডিম পাড়তে দেবে না৷ নিম পাতার চা পেটের কৃমি নির্মূল করবে৷ 

 -          এমনকি ম্যালেরিয়া সারাতেও নিমের ভূমিকা লক্ষণীয়৷ শুধু সারানো নয়, নিম ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারে৷ কুইনিন আর ক্লোরোকুইনের মতো কাজ করে গেডুনিন আর কোয়ারসেটিন নামের দুটি যৌগ৷ 

-          নিমপাতা আর হলুদ বাটা মুখের ডার্ক স্পট সারায়৷ 

-          নিমের আছে রক্তশোধন করার ক্ষমতা৷ লিভারের অসুখে নিমপাতা ব্যবহার করা হয়৷ 

ছাল – নিমের ছালে ইমিউনোমড্যুলেটরি পলিস্যাকারাইড কমপাউন্ড আছে সেসব হয়তো শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করতে পারবে৷ অর্থাত্ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে৷ 

নিমতেল – লাল রঙের তেলটির চড়া গন্ধ৷ এতে ট্রাইগ্লিসারাইড, ট্রাইটারপিনয়েড যৌগ আছে৷ অ্যাজাডিরাকটিন (কীটনাশক) এমনই এক যৌগ৷ এছাড়াও এতে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে৷ চামড়ার প্রদাহে নিমতেল কাজে লাগে৷ নিমতেল গর্ভনিরোধন হিসেবে ব্যবহৃত হয়৷

নিম চা – এক চতুর্থাংশ কাপ তাজা নিমপাতার উপর ফোটানো গরম জল ঢালুন৷ পাঁচ মিনিট ভেজান৷ ছাঁকুন৷ ধীরে ধীরে পান করুন৷ বলা হয় এতে জ্বর কমবে, রক্তে সুগার কমবে৷ ব্লাডারের সমস্যা বা রিউম্যাটিজম, জন্ডিস, বা পেটে কৃমি, ম্যালেরিয়া বা চামড়ার অসুখ – উপকার নাকি পাওয়া যাবে সবেতেই৷ নিমের কড়া চা ক্ষত বা চোট আঘাত সারাতেও লাগে৷

নিম দাঁতন – এর উপকারিতা অস্বীকার করবে ক’জন? নরম নিম ডারে দাঁতন গ্রামীণ বারতে এখনও চলে৷ শহরে ও মফস্‌সলেও৷ নিম মাড়ির স্বাস্থ্য ভালো রাখে৷ অসুখ ও সংক্রমণ মুক্ত রাখে৷

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.