লিউকেমিয়া হলে সাধারণত: যেসব লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয়:
১) অ্যানিমিয়াঃ এক্ষেত্রে দেখা যায় শরীরের রঙ ফ্যাকাশে হয়ে যায়, ঘুম ঘুম ভাব এবং খিঁচুনি হতে পারে।
২) রক্তপাতঃ শরীরের যেকোনো অংশ দিয়ে রক্তপাত হতে পারে তবে সাধারণত নাক, মুখ ও দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ হয়ে থাকে।
৩) লসিকাগ্রন্থিঃ শরীরের লসিকাগ্রন্থি গুলো ফুলে বড় হয়ে যায়। এই লক্ষণটি লিম্ফোব্ল্যাস্টিক লিউকেমিয়া এর ক্ষেত্রে বেশী দেখা যায়।
৪) লিভার এবং প্লীহা বেড়ে যাওয়াঃ ৫০% লিউকেমিয়ার রোগীদেরই লিভার এবং প্লীহা বড় হয়ে যায় এটিও লিম্ফোব্ল্যাস্টিক লিউকেমিয়া এর অন্যতম লক্ষণ।
৫)জ্বর : অনিয়মিত জ্বর আসতে পারে।
৬) স্নায়ুতে জ্বালা পোড়া : স্নায়ুর অভ্যন্তরে চাপ প্রচণ্ড বেড়ে যায় এর ফলে জ্বালা পোড়া এমনকি প্যারালাইসিস ও হতে পারে।
৭) অন্যান্য লক্ষণ : ক্যান্সার সেল শরীরে ছড়িয়ে যাওয়ার পর হজম সংক্রান্ত বিভিন্ন অসুবিধা দেখা দেয়।








0 comments:
Post a Comment