একটু সচেতনতা রক্ষা করতে পারে আপনার ও আপনার শিশুর জীবন !!! একটি সমাজসেবা মূলক ব্লগ ।

Jul 18, 2014

লিউকেমিয়া কয় ধরণের হয়ে থাকে?


লিউকেমিয়া কয়েক ধরণের হয়। যথা :
  • তীব্র লিম্ফোসাইটিক লিউকেমিয়া (Acute Lymphocytic leukemia ) : সাধারণত ছোট শিশুদের মধ্যেই এই ক্যান্সার দেখা যায়। তবে বড়দেরও এটি হতে পারে
  • তীব্র মায়োলোজেনাস লিউকেমিয়া (Acute myclogenous leukemia) : এটি বড় শিশু উভয়দের মধ্যেই খুব বেশি দেখা যায়
  • দীর্ঘস্থায়ী লিম্ফোসাইটিক লিউকেমিয়া (Chronic lymphocytic leukemia) : এটি শিশুদের মধ্যে খুব দেখা যায়। এতে চিকিৎসা ছাড়াই অনেকদিন ভালো থাকা যায়
  • দীর্ঘস্থায়ী মায়োলোজেনাস লিউকেমিয়া (Chronic myelogenous leukemia) : এটি প্রধানত বড়দের আক্রান্ত করে। এতে অনেক মাস বা বছর যাবৎ লিউকেমিয়ার উপসর্গ দেখা যায় না যতদিন না যাবৎ লিউকেমিয়ার কোষগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়
  • হেইরি সেল লিউকেমিয়া   (Hairy cell leukemia) : এই ধরণের লিউকেমিয়া খুব কমই হতে দেখা যায়

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.