একটু সচেতনতা রক্ষা করতে পারে আপনার ও আপনার শিশুর জীবন !!! একটি সমাজসেবা মূলক ব্লগ ।

Jul 26, 2014

ক্যান্সার থেকে সেরে ‍উঠেছে ইমরান হাশমির ছেলে অয়ন !!

ইমরান হাশমির কোলে তাঁর ছেলে অয়ন
বলিউডের অভিনেতা ইমরান হাশমির ছেলে অয়নের শরীরে চলতি বছরের শুরুর দিকে ক্যানসার ধরা পড়ে। প্রাথমিক অবস্থায় মরণঘাতী রোগটি ধরা পড়ার পরপরই উন্নত চিকিত্সা দেয়া হয় মাত্র চার বছর বয়সী অয়নকে। উন্নত চিকিত্সা ও সফল অস্ত্রোপচারের পর সেরে উঠছে ছোট্ট অয়ন। এখন সে অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তাঁর বাবা ইমরান। অয়ন নিয়মিত স্কুলে যাচ্ছে বলেও জানিয়েছেন ইমরান।

এরকম উন্নত চিকিত্সা দেয়া গেলে বাংলাদেশেরও অনেক শিশুর জীবন বেঁচে যেতে পারে। তাই আসুন সবাই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের খোঁজ রাখি এবং যথাসধ্য তাদের সাহায্যে এগিয়ে আসি।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.