
ফিলিস্তিনের গাজায় শনিবার ১২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও গাজা নিয়ন্ত্রণকারী ইসলামি সংগঠন হামাস। স্থানীয় সময় সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা এ যুদ্ধবিরতি চলবে। খবর বিবিসি অনলাইন। হামাস মুখপাত্র সামি আবু জাহরি জানান, গাজায় হামাসসহ অন্যান্য সশস্ত্র সংগঠন জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়ে রক্তপাত এড়াতে সাময়িক যুদ্ধ বিরতি অবলম্বন করেছে। তিনি বলেন, ‘মানবিক কারণে আজ শনিবার ১২ ঘণ্টার যুদ্ধবিরতিতে জাতীয় ঐক্য হয়েছে।’ অপরদিকে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি এক টুইটার বার্তায় নিশ্চিত করা হয়েছে। তবে ইসরাইল বলছে, যুদ্ধবিরতির সময় গাজায় সন্দেহের মধ্যে থাকা সুড়ঙ্গপথে তল্লাশি চালানো হবে। এ সময় হামাসের পক্ষ থেকে হামলা হলে তার জবাব দেবে তেলআবিব।







0 comments:
Post a Comment