
বুধবার জাতিসংঘ-পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণে অন্তত: ১৫জন ফিলিস্তিনি নিহত এবং ৯০জন আহত হয়েছে। জাতিসংঘ ত্রাণ সংস্থা ‘আনরো’-র মুখপাত্র ক্রিস গানেস বলেছেন, শিশুদেরকে ঘুমের মাঝে হত্যা করা হয়েছে। “বাচ্চারা তাদের মা-বাবার সাথে জাতিসংঘ-নির্ধারিত আশ্রয় কেন্দ্রের ক্লাসরুমের মেঝেতে ঘুমচ্ছিল। বাচ্চারা ঘুমের মধ্যে নিহত হয়েছে", মি: গানেস বলেন। “এটা নিশ্চয়ই আমাদের সবার জন্য অপমানজনক, সার্বজনীন লজ্জার বিষয়, আজ গোটা বিশ্ব ধিক্কারের মুখে,”। গাযায় জাতিসংঘের কার্যক্রমের পরিচালক বব টার্নার বলেছেন, এই স্কুল যে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা ইসরায়েলিদের জানিয়ে দেবার পরও কয়েকবার সেখানে গোলাবর্ষণ করা হয়েছে। মি: টার্নার বলেন, জাতিসংঘের নিরাপত্তা অফিসাররা স্কুলে যেসব গোলা আঘাত হেনেছে, সেগুলোর অবশিষ্ট টুকরোগুলো বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে ইসরায়েলিরাই হামলা চালিয়েছিল। জাবালিয়া উদ্বাস্তু শিবিরে অবস্থিত আবু হোসেন স্কুলে প্রায় ৩,০০০ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।







0 comments:
Post a Comment