
গাজায় ইহুদীবাদী ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রামাল্লা ও জেরুজালেম সীমান্তের পশ্চিম তীরে বড় ধরনের প্রতিবাদ মিছিল হয়েছে। প্রায় ১০ হাজার লোকের ওই প্রতিবাদ মিছিলে গুলি চালিয়েছে ইসরাইলি পুলিশ। এতে দুইজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০০ জন। আটক করা হয়েছে ২০ জন বিক্ষোভকারীকে। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী এবং মেডিকেল সূত্র নিহত একজনের নাম জানাতে পেরেছে। তিনি হলেন- মোহাম্মদ আল-আরাজ (২৫)। তিনি জেরুজালেম এবং রামাল্লা সীমান্তের কুলানদিয়ায় হাজারো মানুষের সঙ্গে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা জানান, তারা পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায়ে বৃহস্পতিবার রাতে আল আকসা মসজিদে যেতে চাইলে ইসরাইলি পুলিশ বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইসরাইলি সেনা বাহিনীর এক মুখপাত্র এএফপি-কে বলেন, ‘হাজারো দাঙ্গাবাজ এখানে জড়ো হয়েছিল। তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং সীমান্তের পুলিশ ও সেনা বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।’ তিনি জানান, এরপর সেনা বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষোভ দমাতে ইসরাইলি বাহিনী রাবার বুলেটের মত এক ধরনের প্রাণঘাতি অস্ত্রের ব্যবহার করে। পরে শুক্রবার ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, জুমাতুল বিদা ও লাইলাতুল কদর ঘিরে রামাল্লায় বৃহস্পতিবার রাত থেকে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কিন্তু হাজারো দাঙ্গাবাজ এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাদের দুইজন অফিসার আহত হয়েছে। তবে বিক্ষোভের সময় ২০ জন দাঙ্গাবাজকেকে আটক করা হয়েছে। রামাল্লার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা অনেককে পেয়েছেন, যারা সরাসরি গুলিতে আহত হয়েছেন। তারা এসব আহতদের জন্য সবার কাছে রক্ত আহ্বান করেন। গাজায় ইসরাইলি একতরফা আগ্রাসন শুক্রবার ১৮তম দিনে গড়িয়েছে। এতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৮শ’ ছাড়িয়ে গেছে। আহত পাঁচ সহস্রাধিক। হতাহতদের ৮০ ভাগই নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ সাধারণ ফিলিস্তিনি। অন্যদিকে, ইহুদিবাদী এই আগ্রাসনে অন্তত ৭০ ইসরাইলি সেনা নিহত হয়েছে। অবশ্য তেল আবিব এ পর্যন্ত ৩৩ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
ভিডিওটি দেখুন নিচের লিংক থেকে-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=BgplkpJrQXg
0 comments:
Post a Comment