
গাজায় ইসরাইলি পাশবিক হামলার ১৫তম দিনে তেল আবিব সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, ইসরাইলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামাস যে রকেট হামলা চালাচ্ছে তা ‘অত্যন্ত জঘন্য’। হামাসকে অবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। একইসঙ্গে ইসরাইলকেও ‘চরম ধৈর্য্যের’ পরিচয় দেয়ার আহ্বান জানিয়েছেন সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের তাবেদার এ মহাসচিব। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বরতায় নিহত ফিলিস্তিনির সংখ্যা যখন ৬০০ ছাড়িয়ে গেছে তখন ইসরাইলের জন্য সহানুভূতি প্রকাশ করলেন তিনি। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ (মঙ্গলবার) দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবে যান জাতিসংঘ মহাসচিব মুন। সেখানে তিনি ফিলিস্তিনি নারী ও শিশুদের রক্তে যার হাত রঞ্জিত সেই ইহুদিবাদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, তিনি হামাসের রকেট হামলায় ইসরাইলিদের ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ফুটেজ দেখেছেন। এসব ছবি ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন মুন। তিনি বলেন, প্রতিটি দেশেরই তার নাগরিকদের রক্ষা করার ‘ন্যায়সঙ্গত অধিকার’ রয়েছে। তিনি বলেন, “জাতিসংঘের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা ফিলিস্তিনিদের রকেট হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।” তবে লোকলজ্জার কথা মাথায় রেখে ইসরাইলের পক্ষে পুরোপুরি একতরফা কথা বলেন নি জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, “ইসরাইলি ও ফিলিস্তিনিদের প্রতি আমার বার্তা একই। যুদ্ধ বন্ধ করুন, আলোচনা করুন এবং সংঘর্ষের মূল কারণের দিকে দৃষ্টি দিন।







0 comments:
Post a Comment