একটু সচেতনতা রক্ষা করতে পারে আপনার ও আপনার শিশুর জীবন !!! একটি সমাজসেবা মূলক ব্লগ ।

Jul 30, 2014

বিবিসি’র জালিয়াতি !!


ফিলিস্তিনের গাজা সীমান্তে হামাস যোদ্ধাদের মর্টার হামলায় চার ইসরাইলি সেনা নিহতের ঘটনায় রীতিমতো জালিয়াতির আশ্রয় নিয়েছে বৃটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি।  সোমবার গাজা সীমান্তের এশকল অঞ্চলে গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের মর্টার হামলায় চার ইসরাইলি সেনা নিহত হয়। তবে তাৎক্ষণিক ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।  কিন্তু বিবিসি নিহত চার সেনাকে বেসামরিক ইসরাইলি বলে ব্রেকিং নিউজ হিসেবে চালিয়ে দেয়। পরবর্তীতে বিস্তারিত সংবাদেও বিবিসি ওই চার ইসরাইলি সেনাকে বেসামরিক ইসরাইলি বলে দাবি করে।  একই দিন গাজার একটি খেলার মাঠে ইসরাইলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি শিশু নিহত হয়। এছাড়া ঠিক একই সময় গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় বিমান হামলা চালিয়ে আরো তিনজনকে হত্যা করে বর্বর ইসরাইলি বাহিনী।  বিবিসি’র খবরে ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে দাবি করা হয়, হামাসের ভুল রকেট হামলায় ১০ ফিলিস্তিনি শিশু নিহত হয়। এমনকি গাজার আল-শিফা হাসপাতালেও ফিলিস্তিনিরাই হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে দাবি করে বিবিসি।  এছাড়া বিবিসি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের জঙ্গি হিসেবে আখ্যায়িত করে আসছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের জন্য গাজা থেকে রকেট হামলাকে কারণ হিসেবে প্রচার চালিয়ে আসছে। অথচ গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরাইলের যুদ্ধাবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।  এর আগে পশ্চিমতীরে তিন ইসরাইলি অপহরণ ও খুনের দায়ও ইসরাইলি কর্তৃপক্ষের বরাত দিয়ে হামাসের ওপর চাপিয়ে দেয় বিবিসি। পরে ওই তিন ইসরাইলিকে অপহরণের সঙ্গে হামাসের সম্পৃক্ততা নেই বলে স্বীকার করে খোদ ইসরাইলি পুলিশ।  এছাড়া সিএনএন এবং এবিসির মতো প্রভাবশালী পশ্চিমা মিডিয়া একচেটিয়া ইসরাইলের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। চ্যানেল এবিসি ফিলিস্তিনিদের বিধ্বস্ত বাড়িকে ইসরাইলিদের বলে চালিয়ে দেয়ার মতো প্রতারণার আশ্রয় নিয়েছে।  ইসরাইলি বর্বরতা নিয়ে টুইট করায় ফিলিস্তিনের গাজা থেকে এবার সিএনএনের এক সাংবাদিককে বদলি করা হয়। টুইটারে তিনি লিখেছেন, ‘ সেদেরত পাহাড়ের ওপর অবস্থানরত ইসরাইলি সেনারা গাজায় বোমা বিস্ফোরণের পরই উল্লাসে ফেটে পড়ে এবং হুমকি দেয় যে কোনো ভুল কথা বললে আমাদের গাড়ি ধ্বংস করে দেবে। শিঠ।’  এর আগে গাজার সমুদ্র সৈকতে ইসরাইলি সেনাদের হাতে চার ফিলিস্তিনি বালকের নৃশংস হত্যাকাণ্ডের খবর প্রচার করায় সংবাদদাতা আইমান মোহেইলদিনকে প্রত্যাহার করে নিয়েছে এনবিসি টেলিভিশন।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.