সব ধরনের ক্যান্সারের মধ্যে ২.৫% ই হল লিউকেমিয়া। সার বিশ্বে প্রতি বছর ৪৭,১৫০ জন মানুষ লিউকেমিয়ায় আক্রান্ত হন এবং ২৩,৫৪০ জন প্রতি বছর এই রোগে মারা জান। শিশুদের যে সব ক্যান্সার হয় তার মধ্যে লিউকেমিয়ার অবস্থান শীর্ষে। ০-৪ বছর বয়স এই রোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ছেলে-মেয়ে ভেদে এর অনুপাত ৭:৫।
0 comments:
Post a Comment