
ফিলিস্তিনে ইসরাইলের নারকীয় হামলা এবং মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতাদের উদাসীনতায় জাতিসংঘে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য বিষয়ে এক বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন এ ক্ষোভ প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের স্থানীয় সময় ২২ জুলাই মঙ্গলবার নিরাপত্তা পরিষদের ওই বিতর্কে বাংলাদেশসহ জাতিসংঘের ৬০টিরও বেশি সদস্য দেশ অংশ নেয়। বিতর্কে এ কে আব্দুল মোমেন বলেন, আন্তর্জাতিক সব বিধিনিষেধ অমান্য করে ইসরাইল ফিলিস্তিনদের ওপর অমানবিক, আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী হত্যাযজ্ঞ চালাচ্ছে। ফিলিস্তিনের মানুষের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও অকুণ্ঠ সমর্থন আবার তুলে ধরেন রাষ্ট্রদূত। নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদ ও বিশ্ব নেতৃত্বকে অনুরোধ জানান এ কে আব্দুল মোমেন। নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি ধ্বংসযজ্ঞ বন্ধে এবং ইসরাইল-ফিলিস্তিন সমস্যার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে আশা করেন রাষ্ট্রদূত।







0 comments:
Post a Comment