একটু সচেতনতা রক্ষা করতে পারে আপনার ও আপনার শিশুর জীবন !!! একটি সমাজসেবা মূলক ব্লগ ।

Jul 26, 2014

ফিলিস্তিন নিয়ে বিশ্ব নেতৃত্বের উদাসীনতায় জাতিসংঘে বাংলাদেশের ক্ষোভ !!


ফিলিস্তিনে ইসরাইলের নারকীয় হামলা এবং মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতাদের উদাসীনতায় জাতিসংঘে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য বিষয়ে এক বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন এ ক্ষোভ প্রকাশ করেন।  বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের স্থানীয় সময় ২২ জুলাই মঙ্গলবার নিরাপত্তা পরিষদের ওই বিতর্কে বাংলাদেশসহ জাতিসংঘের ৬০টিরও বেশি সদস্য দেশ অংশ নেয়।  বিতর্কে এ কে আব্দুল মোমেন বলেন, আন্তর্জাতিক সব বিধিনিষেধ অমান্য করে ইসরাইল ফিলিস্তিনদের ওপর অমানবিক, আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী হত্যাযজ্ঞ চালাচ্ছে। ফিলিস্তিনের মানুষের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও অকুণ্ঠ সমর্থন আবার তুলে ধরেন রাষ্ট্রদূত।  নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদ ও বিশ্ব নেতৃত্বকে অনুরোধ জানান এ কে আব্দুল মোমেন।  নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি ধ্বংসযজ্ঞ বন্ধে এবং ইসরাইল-ফিলিস্তিন সমস্যার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে আশা করেন রাষ্ট্রদূত।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.