একটু সচেতনতা রক্ষা করতে পারে আপনার ও আপনার শিশুর জীবন !!! একটি সমাজসেবা মূলক ব্লগ ।

Jul 28, 2014

লাশের স্তূপের ওপর মুসলিম জাহানে ‘খুশির’ ঈদ !!





















ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিরাপরাধ মুসলমানদের লাশের স্তূপের ওপর আজ আরব জাহানে পালিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।  সোমবার উপসাগরীয় দেশগুলোর শেখ শাসিত পেট্রডলারের মালিক জনগণ যখন সাড়ম্বরে ঈদ উদযাপন করবেন তখন তাদেরই প্রতিবেশি ফিলিস্তিনে চলছে স্বজন হারাদের গগণবিদারী কান্না।  অনেক পরিবারে আবার কান্নার মত কোনো সদস্যও আর অবশিষ্ট নেই।  ইসরাইলি হায়েনাদের অস্ত্রের আঘাতে ফিলিস্তিনের গাজা শুধু ধ্বংসস্তূপেই পরিণত হয়নি, পরিণত হয়েছে পৃথিবীর বৃহত্তম গণকবরে।  পবিত্র রমজান মাসে ইসরাইলের বর্বর হামলায় অন্তত ১,০৬১ ফিলিস্তিনি নিরাপরাধ মানুষ নিহত হয়েছে। আহত হয়ে কাতরাচ্ছেন আরো ৬ হাজারের বেশি লোক। হতাহতদের বেশিরভাগই প্রবীণ, নারী ও শিশু।  ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইল যখন নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তখন ‘মুসলিম উম্মাহর’ অংশীদার আরব রাষ্ট্রগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।  ইসরাইলি গণহত্যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া তো বহু দূরের ব্যাপার, একটি কাগুজে বিবৃতি দিয়েও দায়িত্ব শেষ করার প্রয়োজন বোধে করেনি কোনো আরব রাষ্ট্র। 

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.