বাচ্চাটির নাম অভী সরকার। বয়স আড়াই বছর। তাহার পিতা সুভাষ সরকার পুরান ঢাকার কিয়াম ক্রোকারিজ ডিষ্ট্রিবিউটর এর একটি দোকানের সামান্য কর্মচারী। তাহার মাসিক বেতন ৭০০০/= টাকা। বাচ্চাটির মা জুঁই রানী সরকার ছেলের চিকিত্সার জন্য দীর্ঘ ৯ মাস যাবত্ ছেলের সাথে হাসপাতালে দিন কাটাচ্ছেন। বাচ্চাটির চিকিত্সার জন্য তার বাবা এবং নানা ইতিমধ্যে সাড়ে ৩ লাখ টাকা খরচ করেছেন। এই অর্থ তারা তাদের সঞ্চয় এবং জমি জায়গা বিক্রি করে যোগান দিয়েছেন। তিলে তিলে তাদের সেই সামর্থও শেষ হয়ে আসছে। বাচ্চাটির নানা রামধন সরকার রোগীর তথ্য গুলি বর্ণনা করার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। বাচ্চাটি লিউকেমিয়ায় আক্রান্ত হওয়ার পর তার লিভার বড় হয়ে যায়। পরবর্তীতে ডাক্তার অপারেশন করে, কিন্তু আবার ধীরে ধীরে লিভার বড় হতে থাকে। বাচ্চাটিকে এখন কেমুথেরাপি দেওয়া হচ্ছে। প্রতি থেরাপিতে খরচ হচ্ছে ২০-২৫ হাজার টাকা। এছাড়া্ও প্রায় প্রতি সপ্তাহে বাচ্চাটিকে ১ ব্যাগ করে রক্ত দিতে হচ্ছে। তার রক্তের গ্রুপ এ পজেটিভ।
অভী সরকার বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর পেডিয়্যাট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি ডিপার্টমেন্টের ৪ নং বেডে শুয়ে দিন-রাত যন্ত্রনায় কাতরাচ্ছে। অভীর বাবা-মা সমাজের বিত্তবান মানুষের কছে সাহয্যের আবেদন করছেন। আর্থিক সাহায্য ছাড়া বাচ্চার চিকিত্সা খরচ চালানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ছে । সমাজের বিত্তবান মানুষ এবং সদয় ব্যক্তিরা এই বাচ্চাটির চিকিত্সার জন্য রক্ত এবং অর্থ দিয়ে সাহায্য করতে পারেন।
বাচ্চাটির পিতা সুভাষ সরকার এর মোবাইল নং- 8801822045943
কেউ যদি আর্থিক সাহায্য বা রক্ত দিতে আগ্রহী থাকেন তাহলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
বি: দ্র: রোগীর আর্থিক সাহয্যের জন্য রোগীর অভিভাবকের সাথে মোবাইলে যোগাযোগ করে যাচাই করে সাহায্য করবেন। এখানে আমার (এ্যাডমিন) এর ব্যক্তিগত স্বার্থ জড়িত নয়। সমাজসেবা এবং লিউকেমিয়া রোগীদের আর্থিক সাহায্য ও রক্ত’র জন্য বিগ্গাপন দেওয়াই আমার মূল লক্ষ্য।







0 comments:
Post a Comment