একটু সচেতনতা রক্ষা করতে পারে আপনার ও আপনার শিশুর জীবন !!! একটি সমাজসেবা মূলক ব্লগ ।

Sep 1, 2014

ব্লাড ক্যান্সার !!

 

রক্ত বা ব্লাড ক্যান্সার কথাটি শুনলেই আঁতকে ওঠেন সবাই, এই রোগের কারণ, উপসর্গ এবং রোগ নিরাময়যোগ্য কি না জানার আগ্রহ সবার। তাই আপনাদের জন্যই দিলাম এই পোষ্টটি।

ব্লাড ক্যান্সারের কারণ : ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া রোগের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হয়, কিছু কিছু কারণ এই মরণব্যাধি উৎপত্তির জন্য দায়ী। যেমন জাপানে মহাযুদ্ধের সময় এটম বোমা বিস্ফোরণের পর সেখানে লোকদের ব্লাড ক্যান্সার মারাত্মকভাবে দেখা দেয়। গর্ভবতী মায়েদের যদি অতিরিক্ত এক্সরে করানো হয় তবে গর্ভস্খ সন্তানের ব্লাড ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। যে সব কারখানায় বেনজিনের ব্যবহার বেশি হয় সেখানকার শ্রমিকদের ব্লাড ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে। এনকালাইজিং স্পনডিলাইটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত রেডিওথেরাপিতেও ব্লাড ক্যান্সার হতে পারে। 

ব্লাড ক্যান্সারের উপসর্গ : বেশির ভাগ ক্ষেত্রেই রোগীরা শরীরে সামান্য জ্বর, ওজন কমে যাওয়া ও দুর্বলতাবোধ করেন। ব্লাড ক্যান্সারকে চিকিৎসা বিজ্ঞানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একিউট ও ক্রনিক। একিউট লিউকিমিয়া সাধারণত বাচ্চাদের এবং ক্রনিক লিউকিমিয়া বড়দের হয়। কোনো কোনো ক্ষেত্রে একিউট লিউকিমিয়া উপসর্গহীন থাকে এবং সাধারণ রক্তপরীক্ষা যেমন টিসি, ডিসি করার সময় ধরা পড়ে। মাইক্রোসকোপের নিচে এই রোগের কোষগুলো অভিজ্ঞ প্যাথলজিস্টের চোখে ধরা পড়ে। ক্রনিক ক্ষেত্রে রোগীর যকৃৎ এবং প্লীহা বড় হয়। 

চিকিৎসা : কেমোথেরাপির মাধ্যমে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হয়। অর্থাৎ ব্লাড ক্যান্সারের জন্য দায়ী কোষগুলো ধ্বংস করার জন্য অ্যান্টিক্যান্সার ওষুধ প্রয়োগ করা হয়। রোগীকে অনেক পরীক্ষা করানোর পর বিশেষজ্ঞ চিকিৎসক যদি মনে করেন তাকে অ্যান্টিক্যান্সার চিকিৎসা দেয়া যাবে তবেই এই চিকিৎসা দেয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে মেরুরজ্জু প্রতিস্খাপন দ্বারাও এই রোগের চিকিৎসা করা হয়। 

পরিশেষে বলতে চাই, সাধারণ রক্ত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাননিয়ন্ত্রণহীন ল্যাব অনেক সময় রক্ত পরীক্ষায় লিউকিমিয়া রোগ শনাক্ত না-ও করতে পারে। লিউকিময়েড রি-অ্যাকশন নামক রোগ যা সহজেই নিরাময়যোগ্য এর সাথে লিউকিমিয়া রোগের রক্ত পরীক্ষায় অনেক মিল আছে। কাজেই সাধারণ রক্ত পরীক্ষা যেমন টিসি, ডিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.