
মোঃ মোতাহারুল ইসলাম। ২০১০ সালে সিলেট এর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে মেকানিক্যাল এর উপর ডিপ্লোমা করে আসুগঞ্জ পাওয়ার স্টেশনে ছোট্ট একটা জব শুরু করে। কতইবা আর বয়স হবে? আর এই ছেলেটা হঠাত একদিন অসুস্থ হয়ে তার কাজ থেকে বাসায় ফিরে এল। ডাক্তারের কাছে স্বভাবিক চেকআপের জন্যে গেলে ডাক্তার এই টেস্ট সেই টেস্ট ধরিয়ে দিল। সেই থেকেই জানা গেল, ছেলেটা শরীরে ক্যান্সারের মত কঠিন একটা রোগের সাথে বসবাস শুরু করেছে মনের অজান্তেই। রিপোর্ট হাতে পেয়ে সেই ছেলেটার আর তার বাবা মা'য়ের মানসিক অবস্থা ভাবতে পারেন?? ট্রিটমেন্ট শুরু হলো ১৬ই জানুয়ারী ২০১৩ মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে। রোগের নাম - immature malignant.. tari toma.. tumor cancer... তারপর একে একে তার অপারেশন হয় দুইবার। কেমো দেয়া হয় ৬ সার্কেল এর প্রথম ডোজ। সেই ২০১৩ থেকে আজ ২০১৪ এর শেষের দিকে এসে তার চিকিৎসার জন্যে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। মোতাহারুল এর বাবা জনাব মোঃ আযানুর রহমান পলাশ ইউরিয়া শাখার, ফার্টিলাইজার ফেক্টোরিতে নিরাপত্তা পরিদর্শক এর কাজ করেন। জায়গা জমি সব বিক্রি করে পথের ফকির হতে চলেছে শুধু এই ছেলেটিকে বাঁচাবে বলে। ধার দেনাও করেছে অনেক। কি করবে? বাবা মা'য়ের মন তো মানে না। এখন ডাক্তার বলেছে আরো এক সার্কেল কেমো খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। প্রতিটা কেমোর খরচ পড়বে প্রায় ৮৫ হাজার টাকা করে। ডাক্তার বলেছে কোর্স কমপ্লিট করতে পারলে মোতাহারুল ইনশাআল্লাহ ভাল হয়ে যাবে। কিন্তু এত টাকা যোগাড় করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছেনা। মোতাহারুল এখন খাজা ইউনুছ আলী হাসপাতাল, এনায়েত পুর, সিরাজগঞ্জ -এ চিকিৎসারত আছেন। খুব অপারগ হয়ে আজ সে আপনাদের কাছে হাত পেতেছে। আপনারা কি তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন?
নিজে না পারেন, দেখুন না একটু চেষ্টা করে যদি পরিচিত বিত্তবানদের কাছ থেকে একটু সাহায্য তোলা যায় ! এগিয়ে আসুন না নিজের ছোট ভাইটি ভেবে। প্রায়ই তার রক্তের ও প্রয়োজন হয়। তার রক্তের গ্রুপ o+
মোতাহারুল কে বিকাশ করতে পারেন এই নাম্বারে- 01919814163 (পারসোনাল)
ব্যাংক এ টাকা পাঠাতে পারেন এই ঠিকানায় - Dutch bangla bank limited, Md.Motaharul Islam, Branch -Gulshan, Account no-1161030128573
*** উনি হয়তবা আমাদের কেউ না। উনার কিছু হলে হয়তবা আমাদের কারো কিছুই যায় আসে না । কিন্তু উনি কারো ছেলে, কারো না কারো ভাই। তাই দয়া করে সবাই পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। কেউ না কেউ নিশ্চয় এগিয়ে আসবে। মানুষ এখনো অমানবিক এর শেষ দুয়ারে পৌছায়নি। ভাল মানুষ, সাদা মনের মানুষ এখনো অনেক আছে। প্লিজ আপনার পক্ষে যেভাবে সম্ভব পাশে এসে দাঁড়ান***
বি: দ্র: রোগীর আর্থিক সাহয্যের জন্য রোগীর অভিভাবকের সাথে মোবাইলে যোগাযোগ করে যাচাই করে সাহায্য করবেন। এখানে আমার (এ্যাডমিন) এর ব্যক্তিগত স্বার্থ জড়িত নয়। সমাজসেবা এবং লিউকেমিয়া রোগীদের আর্থিক সাহায্য ও রক্ত’র জন্য বিজ্ঞাপন দেওয়াই আমার মূল লক্ষ্য।







0 comments:
Post a Comment