একটু সচেতনতা রক্ষা করতে পারে আপনার ও আপনার শিশুর জীবন !!! একটি সমাজসেবা মূলক ব্লগ ।

Jul 28, 2014

ঈদের দিন অস্ত্রবিরতি পালনে অস্বীকৃতি ইসরাইলের !!

Gaza Israel Krieg Bodenoffensive Beschuss Terror in Gaza 21.7.
ঈদুল ফিতরের দিন ২৪ ঘণ্টা অস্ত্রবিরতি পালনে হামাসের ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। এর আগে ঈদুল ফিতর ও সাধারণ মানুষের বিষয়টি বিবেচনায় ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করে ফিলিস্তিনের গাজার প্রতিরোধ সংগঠন হামাস।  হামাসের মুখপাত্র সামি আবু জুহরি জানান, গাজার সবক’টি প্রতিরোধ সংগঠন এই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।  ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা ২টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে হামাসের গোলাবর্ষণে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে জানিয়ে আগের ২৬ ঘণ্টার মানবিক অস্ত্রবিরতি লঙ্ঘন করে ফের গাজায় স্থল, বিমান ও নৌ আগ্রাসান শুরু করে ইসরাইল। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।  এছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার একনিষ্ঠ পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইসরাইলি মন্ত্রিসভা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরাইলের যুদ্ধাবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।  এর আগে মিশরের যুদ্ধবিরতি প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে বলে পশ্চিমা গণমাধ্যম হইচই ফেলে দেয়। অথচ কোনো পক্ষ হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাবও দেয়নি। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমন অজুহাত খাড়া করে ইসরাইল গাজায় তাদের হত্যাযজ্ঞ আরো বাড়িয়ে দেয়।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.