একটু সচেতনতা রক্ষা করতে পারে আপনার ও আপনার শিশুর জীবন !!! একটি সমাজসেবা মূলক ব্লগ ।

Jul 28, 2014

গাজার সুড়ঙ্গপথ ধ্বংসে যোগ দিল মিশরীয় সেনাবাহিনী !!


মিশরীয় সেনাবাহিনী জানিয়েছে যে তারা গাজা উপত্যকার সাথে সিনাই উপদ্বীপের সংযোগ স্থাপনকারী ১৩টি সুড়ঙ্গপথ গুড়িয়ে দিয়েছে।  এ নিয়ে ১,৬৩৯টি সুড়ঙ্গপথ গুড়িয়ে দিল মিশর।  অবরুদ্ধ গাজাবাসীর জন্য এসব সুড়ঙ্গের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহন করা হতো।  মিশরীয় সেনাবাহিনী সম্প্রতি সিনাইয়ে সৈন্যসংখ্যা বৃদ্ধি করেছে।  ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর থেকেই সিনাইয়ে সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মিশরীয় নিরাপত্তা বাহিনী।  মিশরের বর্তমান ইসরাইল ঘেঁষা সরকারের অভিযোগ, এসব সুড়ঙ্গ দিয়ে গাজা নিয়ন্ত্রণকারী হামাস অস্ত্র, খাদ্য ও অর্থকড়ি আনা নেওয়া করে থাকে।  হামাসের সুড়ঙ্গ পথ ধ্বংসের কথা বলেই ইহুদিবাদী ইসরাইল গত ১৭ জুলাই থেকে গাজায় নিষ্ঠুরতম  স্থল অভিযান শুরু করেছে।  ইসরাইলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ১০৫০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  অন্যদিকে ইসরাইলে অভিযোগ, এসব সুড়ঙ্গ পথ ব্যবহার করে হামাস ইসরাইলে রকেট হামলায় চালায়।  মুরসিকে উৎখাতের পর থেকেই মিশর হামাসের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। গাজার সাথে সীমান্তও বন্ধ করে দিয়েছে কায়রো।  মুরসির দল মুসলিম ব্রাদারহড হামাসের অন্যতম পৃষ্ঠপোষক।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.