
ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন থেকে গাজায় জাতিসংঘ নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রগুলোও রক্ষা পাচ্ছে না। বুধবার সকালে গাজায় জাতিসংঘ পরিচালিত শিশুদের একটি স্কুলে ইসরাইলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এখানে আশ্রয় শিবির খুলেছিল জাতিসংঘ। বর্বর ইসরাইল এর আগেও বহুবার আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে জাবালিয়া আশ্রয় শিবিরের এই বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল। এ নিয়ে গত ২৩ দিনের ইসরাইলি আগ্রাসনে গাজায় অন্তত ১,২৬০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন প্রায় ৭,০০০ ফিলিস্তিনি। এর মধ্যে বুধবার সকালেই নিহত হয়েছেন অন্তত ৩২ জন। এখন পর্যন্ত গাজায় ২৪০ জনের বেশি শিশুকে হত্যা করেছে বর্বর ইসরাইল। গাজায় জাতিসংঘের ৮৩টি আশ্রয় শিবিরে বর্তমানে মানবেতর জীবন করছেন প্রায় ২ লাখ ফিলিস্তিনি।







0 comments:
Post a Comment