১৯৬৯
সালের এ দিনে তৎকালীন পূর্বপাকিস্তানে স্বৈরাচারী আইয়ুব সরকার তথা
পাকিস্তানি আমলা-সামরিক শাসকদের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটেছিল। বাংলাদেশের
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পরপর তিনটি মাসই গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক
তাৎপর্যে সম্পৃক্ত : জানুয়ারি গণঅভ্যুত্থানের মাস, ফেব্রুয়ারি ভাষা
শহীদের মাস এবং মার্চ স্বাধীনতা সংগ্রামের মাস। সব বাধা অতিক্রম করে
বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে বেরিয়ে গিয়েছিল বিরাট শোভাযাত্রা
শহীদ মিনারের দিকে, শহীদ মিনার হয়ে মেডিকেল কলেজের দিকে, সেই শোভাযাত্রার
অন্যতম নায়ক আসাদুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়েছিল মেডিকেল কলেজের
সামনে। তারপর জনতা আসাদের লাশ ছিনিয়ে মুখোমুখি লড়েছিল সশস্ত্র বাহিনীর
সঙ্গে আসাদের রক্তাক্ত শার্ট নিয়ে। ২৪ জানুয়ারি প্রতিবাদ দিবস ছিল কিন্তু
দিবসটি রূপান্তরিত হলো গণঅভ্যুত্থান দিবসরূপে।
এই সেই আসাদ.......
এই সেই আসাদ.......
এখানেই চীরনিদ্রায় শায়িত আছেন শহীদ আসাদ !!!








0 comments:
Post a Comment